"Song of the Litte Road" বা "পথের পাচালী"; ১৯৫৫ সালে সত্যজিৎ রায়ের এই মুভিতে অপু চরিত্রে অভিনয় করা সূবীর ব্যানার্জি এখন কোথায়? কি করেন তিনি? অপুর'ই বা কি হলো "পথের পাচালীর" পরে? এই প্রশ্নগুলোর উত্তর পাবেন "শব্দ" মুভির জন্য ওপার বাংলার জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক কৌশিক গাঙ্গুলীর মুভি "অপুর পাচালীতে"।

নভেম্বারে International Film Festival of India তে প্রিমিয়ার হয় "অপুর পাচালীর" এবং Best Director হিসেবে পুরস্কার পান কৌশিক গাঙ্গুলি। অসম্ভব গুনি এই পরিচালকের উপরে নিঃসন্দেহে ভরষা করা যায় যে তিনি আমাদের দারুন কিছু একটা উপহার দেবেন। পরম্ব্রত অভিনয় করেছেন সূবীর ব্যানার্জি বা অপুর ভূমিকাতে; সাথে পার্নো মিত্র। "পথের পাচালী"র কিছু দৃশ্য'ও নাকি ফ্লাশ ব্যাকে দেখানো হয়েছে; সাথে পরিচালকের নিজের ন্যারেশান। ইন্দ্রদ্বীপ দাসগুপ্ত আছেন সঙ্গিত পরিচালনাতে। ছবির মুক্তির দিন এখনো ঠিক হয় নি।

ভেবে দেখুন তো; "পথের পাচালী"কে অনেকেই বলেন সেরা বাংলা ছায়াছবি আর বিশ্বের সেরা ১০০ সিনেমার মধ্যও থাকবে বলেই ধারনা করেন অনেকে। অথচ এই মুভিতে অপু চরিত্রে রূপদানকারী শিশু শিল্পি সূবীর ব্যানার্জি কোনো এক রহস্যগত কারনে আর কখনো মিডিয়ার সামনে আসেন নি। কি অবস্থাতে আছেন তিনি। পরিচালক কোশিক গাঙ্গুলী প্রায় ভূলে যাওয়া এই মানুষটাকে হঠাৎ করেই আইরনিক্যালি হাজির করেছেন তার "অপুর পাচালীতে"। এই মুভিকে তিনি উৎসর্গ করেছেন ছিনেমা জগতের হাজার হাজার শিশুশিল্পিদের উদ্দেশ্যে। তিনি ছবি সম্পর্কে বলেন; "বাস্তব জীবনের সূবীর ব্যানার্জি আর কল্পনার অপুর মধ্য অনেক মিল। আর এটাই আমাকে সবচাইতে বেশী করে টেনেছে। তবে এটাকে সূবীর ব্যানার্জির জীবনী ভাবলে ভূল করবেন কারন এর বেশীরভাগ'ই কল্পনা প্রসূত"।




Leave a Reply.