পরিচালকঃ জন হাসটন

অভিনয়ঃ হাম্ফ্রে বোগার্ড, টিম হল্ট, ওয়াল্টার হাসটন।
IMDB: 8.4

They sold their soul for the treasure of the Sierra Madre…

জন হাসটনের চিত্রনাট্য এবং পরিচালনায় আমেরিকান মুভি “দ্য ট্রেজার অফ সিয়েরা মাদ্রে” আমেরিকার বাইরে শুটিং হওয়া প্রথম মুভিগুলার মধ্য অন্যতম। পরিচালক হাসটন এই মুভির আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সক্রিয় ভুমিকা রেখেছিলেন তার অনেক ডকুমেন্ট্রির সাহায্যে। আর হাম্ফ্রে বোগার্ট ততদিনে বিখ্যাত হয়ে গেছেন হলিউডে তার “কাসাব্লাংকা” মুভির জন্য। ফলে এই জূটির সংমিশ্রন স্বভাবতই দর্শকদের তুমুল আগ্রহের সৃষ্টি করেছিলো। তারা নিরাশও হননি। “দ্য ট্রেজার অফ সিয়েরা মাদ্রে” হলিউডের সর্বকালের সেরা দশটি ক্লাসিকের মধ্যে যেকোনো টপচার্টে স্থান নিতে সক্ষম হয়েছে। মজার বিষয় হলো এই মুভিতে হাওয়ার্ড নামের চরিত্রে পরিচালকের বাবা ওয়াল্টার হাসটন অভিনয় করেছেন এবং বাবা, ছেলে দুইজন’ই অস্কার লাভ করেছেন।

১৯২০ সালের মেক্সিকান পটভূমিতে তৈরি এই মুভিতে অনেকটা ওয়েষ্টার্ন মুভির স্বাদ পাওয়া যায়। লোভ আর এ্যডভেঞ্চারের সংমিশ্রন ঘটেছে মুভিটিতে। শুরুতে দেখা যায় ডবস (হাম্ফ্রে বোগার্ট) আর কার্টেন (টিম হল্ট) কে শুধু খাবারের পয়সা জোগার করার জন্য মানুষের কাছে হাত পাততে। তারা দুইজন’ই ম্যকর্মিক নামক এক অসৎ লোকের মাধ্যমে প্রতারিত হয়। ভাগ্যক্রমে মেক্সিকোর টেম্পিকো নামক স্থানে তাদের পরিচয় ঘটে হাওয়ার্ড (ওয়াল্টার হাসটন) নামের এক বৃদ্ধ রত্নসন্ধানির। হাওয়ার্ড’ই তাদের বলে সিয়েরা মাদ্রে পাহাড়ে থাকা স্বর্ণের কথা। মূলত কাহিনী এখানেই শুরু।

যাত্রা শুরু হয় ট্রেন দিয়ে। মাঝেই তৎকালিন সময়ে বেড়ে ওঠা দস্যুদের হামলা, হবস এর সুনিপুন পিস্তল চালানো। হাওয়ার্ডকে আমরা পাই সবচাইতে কঠিন আর বুদ্ধিমান হিসেবে। সে এই মুভির অবিচ্ছেদ্দ্য অংশ কারন সে ছাড়া সোনার খোজ আর কেও জানে না। তার কথা থেকেই বোঝা যায় সে এখানে আগেও এসেছে (I know what gold can do to men’s soul) । একসময় তারা সিয়েরা মাদ্রেতে পৌছায়। স্বন্ধান পায় স্বর্ণের গুঁড়ার। নাটকীয় হয়ে ওঠে পরিবেশ।

আমরা এইসময় ডবসকে এন্টিহিরো হিসেবে দেখতে পাই। লোভ শীঘ্রই বাসা বাধে হবস এর মনে, সততা এবং বিশ্বাস আস্তে আস্তে লোপ পায়। আটমাস তারা থাকে পাহাড়ে। গুপ্তধন সম্পূর্ণ কব্জা করার সাথে সাথে তাদের মনে ভয় বাসা বাধে। ডবস এর মনে সবসময় একটা সন্দেহ ঘুরতে থাকে- কার্টেন আর হাওয়ার্ড বোধহয় তাকে খুন করে তার ভাগের স্বর্ণ লুট করে নেবে। হাওয়ার্ড স্থানীয় গ্রামের এক অসুস্থ শিশুকে বাচিয়ে তুলে তাদের কাছে হিরো পরিচয় পায়। দস্যুদের আক্রমন, ডবস কর্তৃক কার্টেন কে গুলি, দস্যু কর্তৃক ডবস কে গুলি, হাওয়ার্ডের অনুসারীদের মাধ্যমে ধাওয়া পাল্টা ধাওয়া... শেষ অবধি টানটান উত্তেজনা আর ভাগ্যের নির্মম খেলা - এভাবেই কাহিনী এগিয়ে যায়।  শেষে কার ভাগ্যে সোনা জোটে বা আদৌ জোটে কি না তা জানতে হলে মুভির শেষ না দেখে উপায় নাই।

ছেলে জন হাসটন এবং বাবা ওয়াল্টার হাসটন দু’জন’ই অস্কার লাভ করেন যথাক্রমে শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ পার্শ্বঅভিনেতা হিসেবে। শ্রেষ্ঠ মুভি হিসেবেও এটি অস্কারে নমিনেশান পায়। বরাবরের মতই বোগার্ড তার অভিনয় দিয়ে দর্শক হৃদয় জয় করে নিতে সক্ষম হয়েছেন। হলিউডের বিখ্যাত পরিচালক স্ট্যনলি কুবরিক “দ্য ট্রেজার অফ সিয়েরা মাদ্রে” মুভিটিকে তার পছন্দের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুভিগুলোর মধ্যে চতুর্থ স্থানে রেখেছেন। আমেরিকার  লাইব্রেরী অফ কংরেস এই মুভিটিকে সামাজিক ও ঐতিহাসিকভাবে আলাদা গুরুত্ব দিয়েছে।

এই মুভি সম্পর্কে টাইম ম্যগাজিনের বিখ্যাত উক্তিঃ

“Treasure of Sierra Madre is one of the best things Hollywood has done since it learned to talk; and the movie can take a place, without blushing, among the best ever mad



Leave a Reply.