পরিচালকঃ নোরা ইফ্রন

অভিনয়ঃ টম হ্যাংকস, মেগ রায়ান
IMDB: 6.3

“Someone you pass on the street may already be the love of your life.......”

একবার মনে করুন তো আপনি যাকে ভালোবাসেন তার সাথে আপনার ই-মেইল চ্যাট হয় কিন্তু তাকে আপনি সরাসরি চিনেন না; অথচ আপনার সাথে তার প্রতিদিন দেখা হয়। সে আপনার সরাসরি ব্যাবসায়ী শত্রু এবং শুধুমাত্র না চেনার কারনে তার সাথে আপনার বিবাদ লেগেই থাকে। কি? ঠোট চিমটানো শুরু করলেন? ঠিক এমনই এক মজার কাহিনী আপনি পাবেন নোরা ইফ্রন পরিচালিত রোমান্টিক কমেডি “ইউ হ্যাভ গট মেইল” মুভিতে। অভিনয়ে আছেন চিরতরুন টম হ্যাংকস এবং আমেরিকান রোমান্টিক কমেডি কুইন মেগ রায়ান। মূলত মুভিটি ১৯৪০ সালের “দ্যা শপ এরাউন্ড দ্যা কর্নার” এর রিমেক। “ইউ হ্যাভ গট মেইল” এর আগেও আরেকটি রিমেক বের হয়েছিলো; ১৯৪৯ সালে জুডি গারল্যান্ড অভিনীত “ইন দ্যা গুড ওল্ড সামারটাইম”। টম হ্যাংকস এবং মেগ রায়ান কিন্তু রোমান্টিক কমেডি জুটি হিসেবে ভীষণ সমাদৃত। তারা তিনটি মুভিতে জুটি হিসেবে অভিনয় করেছেন – “জো ভার্সেস দ্যা ভলকানো”, “ইউ হ্যাভ গট মেইল” এবং “স্লিপলেস ইন সিয়াটল”। প্রতিটি মুভি’ই চরম দর্শকপ্রিয়তা পেয়েছে।

ক্যাথলিন ক্যালি (মেগ রায়ান) এর সম্পর্ক ফ্রাঙ্ক (গ্রেগ কিনার) এর সাথে আর জো ফক্স (টম হ্যাংকস) এর সম্পর্ক প্যাট্রিসিয়া ( পার্কার পোজি) এর সাথে। কিন্তু ক্যাথলিন ও ফক্সের পরিচয় হয় AOL ই-মেইল এ। কেউ কাউকে দেখে নি; আসল নাম’ও জানে না। ক্যাথলিন ‘শপ গার্ল’ এবং ফক্স ‘NY152’ নামে একজন আরেকজনের কাছে মেইল আদান-প্রদান করে। এ তো গেলো ভার্চুয়াল লাইফের কথা। বাস্তবে ফক্স নিউ ইয়র্কের একদম নতুন বিশাল বই এর দোকান ‘ফক্স বুকস্‌’ খুলতে যাচ্ছে। আর ক্যাথলিনের ওই রাস্তার’ই মোড়ের ছোট বই এর দোকানের নাম ‘দ্যা শপ এরাউন্ড দ্যা কর্নার’ যেটা তার মা’এর ছিলো।  যাই হোক; একদিন ফক্স ঘটনাক্রমে ‘দ্যা শপ এরাউন্ড দ্যা কর্নার’ এ আসে। পরিচয় হয় ক্যাথলিনের সাথে। জানতে পারে ক্যাথলিনের ‘ফক্স বুকস্‌’ এর প্রতি বিরূপ মনোভাব। ব্যাস শুরু হয় তাদের মধ্য প্রতিদ্বন্দ্বিতা। ওইদিকে তারা কিন্তু চ্যাটিং চালিয়েই যাচ্ছে না জেনে। মজার মজার সব কান্ড ঘটাতে থাকে তারা একে অপরকে ছাড়িয়ে যাবার জন্যে। কিন্তু সকল চেষ্টা সত্ত্বেও ‘দ্যা শপ এরাউন্ড দ্যা কর্নার’ ডুবতে বসে। এভাবেই এগিয়ে যায় মুভির কাহিনী। তাদের পরিচয় কিভাবে ফাস হবে? তাদের সম্পর্ক কেমন থাকবে? এর বেশী আর না বলি; চট করে দেখে ফেলুন অসাধারন এই মুভি। সময় নষ্ট হবে না, এটা নিশ্চিত থাকতে পারেন।

রোমান্টিক মুভি লাভারদের সবসময়ের প্রিয় মুভি “ইউ হ্যাভ গট মেইল”। সে সময়ে ইন্সট্যান্স চ্যাট অপশন না থাকলেও এই মেইল আদান প্রদানের বিষয়টা কিন্তু বেশ মজার ছিলো; অনেকটা চিঠি আদান প্রদানের মত। মুভিতে তরুন টম হ্যাংকস ও মেগ রায়ান এর প্রানবন্ত উপস্থিতি চোখে পরার মত।  সম্পূর্ণ ভিন্ন ধরনের এই মুভি না দেখে থাকলে চরম মিস করবেন।  




Leave a Reply.